গোপনীয়তা নীতি

বঙ্গসাহিত্য এর গোপনীয়তা নীতিতে স্বাগত ৷ আপনি যখন বঙ্গসাহিত্য ব্যবহার করেন, তখন আপনি আপনার তথ্য দিয়ে আমাদের বিশ্বাস করেন। আমরা কোন ডেটা সংগ্রহ করি, কেন এটা সংগ্র্রহ করি এবং এটা দিয়ে আমরা কী করব আপনাকে তা বুঝতে সহায়তা করাই হল এই গোপনীয়তা নীতির উদ্দেশ্য।
যতটা সম্ভব সহজভাবে আমরা এটিকে রাখার চেষ্টা করেছি৷ আপনার গোপনীয়তা বঙ্গসাহিত্য এর কাছে গুরুত্বপূর্ণ সেইজন্য যখন আপনি বঙ্গসাহিত্য -এ নতুন আসবেন অথবা দীর্ঘ-সময় ব্যবহারকারী হিসেবে থাকবেন, দয়া করে আমাদের অনুশীলন সম্বন্ধে জানার জন্য সময় বার করুন – এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন৷

তথ্য যা আমরা সংগ্রহ করি
  • আপনি যে তথ্য আমাদেরকে দেন৷ উদাহরণস্বরূপ, আমাদের ব্লগে কমেন্ট করার জন্য একটি গুগুল আইডি বা ফেশবুক আইডি র প্রয়োজন হয়৷ আপনি যখন আপনার উক্ত আইডি দিয়ে লগইন করবেন, তখন আমরা আপনার নাম, ইমেল ঠিকানা, টেলিফোন নম্বরের মত তথ্য জিজ্ঞাসা করব। যাহাতে বঙ্গসাহিত্য এ আপনার পরিচয় জানা যায়।
  • আপনার উক্ত আইডির দৃশ্যমান প্রোফাইল ছবিটি ও আপনার পরিচয় প্রকাশের জন্য অন্তর্ভুক্ত করা হতে পারে।
  • আপনি যখন বঙ্গসাহিত্য ব্যবহার করেন তখন আমরা এবং আমাদের অংশীদারগণতথ্য সংগ্রহ ও সঞ্চয় করতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি এবং আপনার ব্রাউজার বা ডিভাইস শনাক্ত করতে এতে কুকিজ বা অনুরূপ প্রযুক্তিগুলির ব্যবহার অন্তর্ভুক্ত থাকতে পারে৷
  • অংশীদারদের থেকে আপনার সম্পর্কে প্রাপ্ত করা তথ্য ছাড়াও আপনি গুগুল বা ফেশবুকে  সাইন ইন অবস্থায় থাকার সময়ে আমরা যে তথ্য সংগ্রহ করি, সেগুলি হয়তো আপনার গুগুল বা ফেশবুক অ্যাকাউন্টের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে৷
  • আপনি যখনই আমাদের ব্লগ ব্যবহার করেন তখন আমরা আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহারের অ্যাক্সেস প্রদান করার লক্ষ্য স্থির করি৷ যদি সেই তথ্যটি ভুল হয়, তাহলে আমরা আপনাকে দ্রুত এটি আপডেট করার বা মুছে ফেলার উপায়গুলি দিতে কঠোর চেষ্টা করি - সেই রকম না হলে আমদেরকে বৈধ  বা আইনি উদ্দেশ্যেগুলির জন্য সেই তথ্য রাখতে হবে৷ আপনার ব্যক্তিগত তথ্য আপডেট করার সময়, আমরা আপনার অনুরোধ নিয়ে কাজ করার আগে 
    আপনার পরিচয় যাচাই করতে বলতে পারি৷
  • আমরা আপনার ব্যক্তিগত তথ্য গোপন এবং সুরক্ষিত রাখি এবং আপনাকে নিয়ন্ত্রণে রাখি।
  সর্বশেষ সংশোধিত: ২৫ মার্চ, ২০১৬

0 comments