Tuesday 31 May 2016

মা কালীর পায়ের নিচে শিবের জায়গা কেন?


সুর কূলের আক্রমনের ফলে সঙ্কটে পরে দেবতারা ।তাঁদের তাঁড়িয়ে স্বর্গরাজ্যের অধিকার নেওয়ার চেষ্টা করেছিল অসুররা । অসুরদের প্রধান ছিলেন রক্তবীজ । ব্রহ্মার বরে রক্তবীজের একফোঁটা রক্ত থেকে জন্ম নিচ্ছিল আরো হাজার রক্তবীজ । একফোঁটা রক্ত ভূমিতে পড়লেই আর্বিভূত হচ্ছিল অসুর বাহিনী । অসুর নিধন করতে অবর্তীণ হোন দেবী দূর্গা । সব অসুর নিহত হলেও বেঁচে থাকেন রক্তবীজ ।কিন্তু সেই যুদ্ধেও ব্রহ্মার বরে অপরাজেয় থাকেন রক্তবীজ ।এই অবস্থায় দূর্গার ভীষণ ক্রোধে তাঁর দুই ভ্রু এর মাঝখান থেকে জন্ম নেন দেবী_কালী । গ্নিকা কালীর ভয়াল দৃষ্টিতেই নিহত হয় বহু অসুর ।এরপর দেবীর চিত্কারে প্রাণহানি হয় আরও অনেক অসুরের । রক্তবরণ লকলকে জিব বের করে কালী গ্রাস করে নেন হাতিও ঘোড়ার সওয়ার অসুর বাহিনীকে।তারপরেও টিকে থাকেন রক্তবীজ ।

এই অবস্থায় দেবী কালী তাঁকে অস্ত্রে বিদ্ধ করে তাঁর রক্ত পান করতে থাকেন । রক্তবীজের একফোঁটা রক্তও যাতে ভূমিতে না পড়ে সেই কারনে রক্তবীজের দেহ শূণ্যে তুলে নেন দেবী কালী ।এই অবস্থায় রক্তবীজের দেহের সবটুকু রক্তপান করেন দেবী কালী।শেষ বিন্দু রক্ত পান করার পর নিথর রক্তশূণ্য রক্তবীজের দেহ ছুড়ে ফেলে দেন মাতা কালী । আকণ্ঠ রক্ত পান করে বিজয়নৃত্য শুরু করেন মাতা কালী ।নিহত অসুরের হাত দিয়ে তিনি কোমড়বন্ধনী এবং মাথা দিয়ে মালিকা বানিয়ে পরিধান করেন । কালীর উন্মাদিনী নাচ দেখে প্রমোদ গোনেন দেবতারা । কারণ এই নাচে আসন্ন হচ্ছিল সৃষ্টির লয়। 

পৃথিবীকে ধ্বংশের হাত থেকে বাঁচাবার জন্য দেবতারা শিবের শরণাগত হলেন । শিবের একাধিক মৌখিক অনুরোধ শুনতে পাননি মাতা কালী । কারন তখন তিনি উন্মাদিনী মত নেচে চলেছেন । আর কোনও উপায় না দেখে নৃত্যরতা কালীর পায়ের তলায় নিজেকে ছুড়ে দিলেন মহাদেব । এরপরই স্মবিত ফেরে মাতা কালীর ।থেমে যায় নাচ । পায়ের নিচে স্বামীকে দেখে লজ্জায় জিভ কাটেন দেবী কালী ।

এই পৌরাণিক কাহিনী অবলম্বন করেই যুগ যুগ ধরেই পূজিত হয়ে আসছে মায়ের এই প্রতিমা। দূর্গার পাশে শিবকে নানা ভাবে দেথা যায়।তার মধ্যে হরগৌরী রূপ বিখ্যাত । মাতা কালীর সঙ্গে শিব থাকলে তাঁর জায়গা সব সময় দেবীর পদযুগলের নিচে ।এই বিগ্রহে কালীর ডান পা যদি এগিয়ে থাকে তবে তিনি দক্ষিণা কালী ।আবার বাম পা এগিয়ে থাকলে তা মায়ের বামা ক্ষ্যাপা রূপ ।

0 comments